আজ || মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন       গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল    
 


গোপালপুরে এসএসসি পরীক্ষায় ভূয়া কক্ষ প্রত্যবেক্ষক শিক্ষককে এক মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিন গোপালপুর কলেজ কেন্দ্রে ভূয়া কক্ষ প্রত্যবেক্ষক সেজে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার এবং এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন জানান, পৌর শহরের সুন্দর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের ওই কেন্দ্রে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু বাংলা বিষয়ে পরীক্ষার দিন বাংলা শিক্ষকের ডিউটি করার বিধি নিষেধ থাকায় তিনি কেন্দ্রে আসেন নি। এ সুযোগে নেয়ার জন্য এগিয়ে আসেন একই স্কুলের অঙ্ক বিষয়ের আরেক শিক্ষক আনোয়ার হোসেন। তিনি নিজকে বাংলার আনোয়ার হোসেনের পরিচয়ে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন শুরু করেন।

ভিজিলেঞ্জ টিমের প্রধান উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন কেন্দ্র পরিদর্শনের সময় আইডি কার্ড বিহীন আনোয়ার হোসেনকে দেখে সন্দেহ পোষণ করেন। জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই শিক্ষক আবোল তাবোল শুরু করেন। এমতাবস্থায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং গোপালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াশিকুল ইসলাম এক ভ্রাম্যমান আদালত বসিয়ে মিথ্যা পরিচয়ে কক্ষ প্রত্যবেক্ষক সাজার মাধ্যমে প্রতারণা এবং অসদুপায় অবলম্বন করার অভিযোগে ওই সাজা দেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!