নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর পৌরশহরের ডাকবাংলোস্থ নারায়ণ পন্ডিতের বাসা ও বাসা সংলগ্ন তার ঔষুধের দোকানে গত বৃহস্পতিবার ভোরে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়।
ঔষুধ ব্যবসায়ী নারায়ণ পন্ডিত জানান, এলাকাবাসি ও মধুপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঔষুধের দোকান, মোটর সাইকেল, লক্ষাধিক নগদ টাকা, বসতঘরসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত হয়ে প্রায় ২০ লক্ষধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সময় বাসায় কোন লোকজন ছিল না।