নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘন করে বিদ্রোহী প্রার্থীর অফিস ভাংচুর ও মারামারি করার অপরাধে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের কর্মী আব্দুল লতিফকে ১০ হাজার টাকা এবং ধোপাখালি ইউনিয়নের নৌকার প্রার্থী আকবর হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট বিশ্বজিৎ দে এ জরিমানা করেন।