নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আসন্ন হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক রাজাকার পুত্রকে নৌকা প্রতীক না দেয়ার দাবিতে আজ রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, হাদিরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ডাক্তার আজাহার আলী, আব্দুস সাত্তার প্রমুখ। সমাবেশে মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার লিখিত অভিযোগ পাঠ করে জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ২৯ সেপ্টেম্বর আজগড়া গ্রামের রাজাকার আলাউদ্দীন তালুকদার তারার নের্তৃত্বে পাকহানাদার বাহিনী মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে আওয়ামীলীগের সাবেক এমএন এ হাতেম আলী তালুকদারের বাড়িসহ শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়। এ সময়ে কাদেরীয়া বাহিনীর সাথে যুদ্ধে বহু মানুষ হতাহত হয়। পাকবাহিনী রাজাকাররা ২৩ জনকে নিরীহ মানুষকে বর্বরোচিতভাবে হত্যা করে। এ গনহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের অন্যতম হলো আলাউদ্দীন তালুকদার তারা। রাজাকার তারার পুত্র আামিনুল ইসলাম নিক্সনকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাদিরা ইউনিয়ন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক দেয়ার জন্য আয়োজন চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ে যে তিনটি শর্তের কথা বলেছেন তার একটি হচ্ছে রাজাকার পুত্রকে নৌকা প্রতীক দেয়া যাবেনা। অথচ আওয়ামীলীগের একটি চক্র দলের পরীক্ষিত নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা প্রার্থীদের বাদ দিয়ে রাজাকার পুত্রকে মনোনয়ন দেয়ার পায়তারা করছে। মনোনয়ন বানিজ্যের ধান্দা থেকে দলের একটি স্বার্থান্বেষী গোষ্ঠি রাজাকারের প্রলোভনের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা রাজাকার পুত্রকে মনোনয়ন দেয়া ঠেকানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।