নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার ওসি জহিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সম্পাদক রকিবুল হক সানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন, কার্যনির্বাহী সদস্য হারুন অর রশিদ বাদল প্রমুখসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক। গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কুল-মাদরাসা ক্রীড়া সমিতি গোপালপুর শাখার সম্পাদক মোস্তফা কবীর এর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত খেলায় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় – ঝাওয়াইল হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়কে ০৯-০১ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। অত্র প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব শামছুল হকের সঞ্চালনায় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।