আজ || বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ       গোপালপুরে স্বপ্নছোঁয়া এগ্রো ফার্মের ১০০ একর জমিতে ভূট্টার বীজ বপন    
 


বিজয়ের মাসে বিজয়ের প্রথম সেঞ্চুরি, স্পিন বিষে নীল ক্যারিবীয়রা

খুলনায় দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানের বড় ব্যাবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ২৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সিমন্সের উইকেট হারিয়ে বসে সফরকারীরা। বোলিং ওপেন করা গাজী ইনিংসের ৫ম ওভারেই ফিরিয়ে দেন সিমন্সকে। শুরু থেকেই দারুণ বল করতে থাকা মাশরাফিও দ্রুত ফিরিয়ে দেন গেইলকে। সোহাগ, মাশরাফির সাথে রাজ্জাকও উইকেট শিকারে যোগ দিলে একপর্যায়ে ৭৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। অধিনায়ক স্যামিকে নিয়ে পোলার্ড প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত টাইগারদের সামনে দাড়াতেই পারেননি কেউ। স্বাগতিক স্পিনারদের বিষেই নীল হয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। উইকেট পেয়েছেন অন্য দুই স্পিনার নাঈম আর মাহমুদুল্লহ রিয়াদও। শেষ পর্যন্ত ১৩২ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ১৬০ রানে।

এদিকে সকালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। স্কোরবোর্ডে ২১ রান তুলতেই ফিরে যান দুই ব্যাটসম্যান। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও উইকেটে কিছুটা সবুজ ঘাস ছিল, সেই সাথে আগের রাতের কুয়াশা তো ছিলই। প্রথম ঘণ্টায় উইকেট পেসারদের দিকে হাত বাড়িয়ে দিবে জেনে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি স্যামি। ভুল যা করার করলেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া দুই ব্যাটসম্যান তামিম আর নাঈম। প্রথম ঘণ্টাটা দেখেশুনে খেলে পার করে দিতে পারলে এরপর উইকেটকে দিয়ে নিজের ইচ্ছা মত কথা বলানো যাবে জানতেন দুজনই। ততক্ষণ বোধহয় সময় ছিলোনা তামিমের হাতে! ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে রাসেলের করা শর্ট বল পুল করতে গিয়ে ডীপ স্কয়ার লেগে তালুবন্দি হন বিগম্যান পোলার্ডের। দলের রান তখন মাত্র ৯ আর তামিমের ৫।
প্রথম বাংলাদেশী হিসেবে টানা পাঁচ ম্যাচে ফিফটি করার রেকর্ডটাকে তাই নিয়ে যেতে পারলেননা ছয়ে। দলে ফেরার পর থেকেই দারুণ ব্যাট করতে থাকা নাঈম যেন এদিন হারিয়ে ফেলেছিলেন ছন্দ। রামপলের বাউন্সে তাঁর হাঁসফাঁস করাটা বেশ দৃষ্টিকটুই ঠেকেছে। রামপলের করা সপ্তম ওভারের ২য়, ৩য় ও ৪র্থ বলে পরাস্ত হয়েছেন বাজেভাবে। অফ স্ট্যাম্পের বাইরে পড়া বলে আউট হতে হতেও বেঁচে গিয়েছেন। ৫ম বলটি রামপল করেছিলেন নাঈমের শরীর তাক করে। এবার আর শেষ রক্ষা হয়নি। শর্ট ফাইন লেগে ধরা পড়ার আগে করতে পেরেছেন কেবল ৬ রান। এরপর অধিনায়ক মুশফিককে নিয়ে দলকে পথ দেখানোর কাজটা শুরু করেন এনামুল হক বিজয়। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে বড় জুটি গড়ার পাশাপাশি রানরেটটাকেও গতি দিচ্ছিলেন দুজন। তৃতীয় উইকেটে ১৭৪ রানের জুটিতে হাফ সেঞ্চুরির দেখা পান দুজনই। ব্যাটিং পাওয়ার প্লেতে রানের গতি বাড়াতে গিয়ে মুশফিক আউট হয়ে গেলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন এনামুল। এরপর নাসির দ্রুত আউট হয়ে গেলেও এনামুলের সাথে সময়োপযোগী ইনিংস খেলে দলকে এগিয়ে নেন মমিনুল। প্রথম ম্যাচে ব্যাট করতে না পারায় এটাই ছিল মমিনুলের প্রথম আন্তর্জাতিক ইনিংস। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন মাত্রই দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বিজয়। দলকে ২৬৫ রানে রেখে পরপর দুই বলে এই দুইজনের বিদায়ের পর তুলির শেষ আঁচড়টা দেন মাশরাফি। স্যামুয়েলসের করা ইনিংসের শেষ ওভারে ১৯ রান তুলে দলের স্কোরটাকে তিনশ ছুঁইছুঁই করেন মাশরাফি ও রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রামপল নেন ৫ উইকেট। অনবদ্য সেঞ্চুরির সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন এনামুল।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!