আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


বাংলাদেশ উপজেলা টেকনিশিয়ান ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

গোপালপুর বার্তা ডেক্স :

বাংলাদেশ উপজেলা টেকনিশিয়ান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাচন ৩১আগস্ট টাঙ্গাইল রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সারাদেশের উপজেলা টেকনিশিয়ানদের সর্বসম্মতিতে সভাপতি পদে কুড়িগ্রামের চিলমারী উপজেলা টেকনিশিয়ান গোলাম মাহবুব বিপ্লব, সাধারণ সম্পাদক পদে নোয়াখালী সদর উপজেলা টেকনিশিয়ান ইসমাঈল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা টেকনিশিয়ান মোস্তফা আল ইসলাম সবুজকে মনোনিত করে ১৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়। উক্ত কমিটি ৩ বছরের জন্য মনোনিত হয়েছেন।

কমিটির নেতৃবৃন্দ উপজেলা টেকনিশিয়ানদের সার্বিক উন্নয়নে ভুমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন উপজেলা টেকনিশিয়ানগন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উপ-সচিব জনাব তবিবুর রহমান,

দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান এমআইইসি ল্যাব লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, চিলমারী উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মাহমুদুল হাসান, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, দৈনিক ডেসটিনি’র জেলা প্রতিনিধি ও যুগোর আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার সম্পাদক রিয়াদ হাসান, চিলমারী ইউনিয়নের সচিব আব্দুল্যাহ মেহেদী আলম, চিলমারী বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমানসহ সরকারি বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!