নিজস্ব সংবাদদাতা :
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মধুপুর ডিগ্রী কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীমকোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ও ঘাটাইল আসনের আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী এডভোকেট শহিদুল ইসলাম। এছাড়াও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কালিহাতীর এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, দৈনিক যুগান্তর মধুপুর প্রতিনিধি এসএম শহীদ, ইত্তেফাক ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দিনকাল গোপালপুর প্রতিনিধি আব্দুস ছালাম, নিউএইজ প্রতিনিধি কায়সার আলী, ভোরের ডাক প্রতিনিধি বিধান চন্দ্র মজুমদার, দৈনিক অর্থনীতি প্রতিনিধি, সাইফুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি সেলিম হোসেন, খোলা কাগজ প্রতিনিধি নুরুল আলম, মানবজমিন মধুপুর প্রতিনিধি, আমিনুল ইসলাম মানবজমিন, আমাদের সময় ভূঞাপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম কিসলু, সাপ্তাহিক যুগধারা প্রতিনিধি আসাদুল খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।