আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


জমে উঠেছে গোপালপুর পৌরসভা নির্বাচন, চলছে গ্রুপিং ও লবিং

 

নিজস্ব সংবাদদাতা :

Pourashova-Photo-Gopalpur-Tangail 28.11.2015 copy

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে গোপালপুর পৌরসভার নির্বাচন। চলছে রাজনৈতিক গ্রুপিং ও লবিং। এ বছর দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নেতাকর্মীরা দলীয় প্রতীক পাওয়ার জন্য জনপ্রতিনিধিদের দারে দারে ঘুরছে। আলোচনায় কমতি নেই ভোটারদেরও। এরই মধ্যে গোপালপুর পৌরসভার ভোটের আমেজ বিরাজ করছে। চায়ের দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজারে নির্বাচনী আলোচনা জনগনের মুখে মুখে শোনা যাচ্ছে। অপরদিকে সাধারন ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদানে আগ্রহ থাকলেও গোলযোগ ও ভোট ছিন্তাইয়ের আশঙ্খা করছেন। তাদের একটাই দাবী সুষ্ঠ, সুন্দর ও যথাযথ নিরাপত্তা দিলেই নির্বাচন সার্থক হবে। সাধারন ভোটাররা তাদের মনোনিত প্রার্থীকে ভোট দিতে পারবে। আগে থেকেই আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠে থাকলেও বিএনপি সহ অন্য দলের নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠে নামতে শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে প্রতিবছরই আইন-শৃঙ্খলার অবনতি দেখা দেয়। সন্ত্রাসীরা বিভিন্ন নির্বাচনী প্রার্থীদের সমর্থনে কাজ করে। যার ফলে সাধারন জনগন আতঙ্কে থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। এ নির্বাচনেও গোলযোগের আশংখায় সাধারন জনগন। তবে ভোট দিতে পারলে তাদের মনোনীত প্রাথী এবং যোগ্য প্রার্থীকে বেছে নিবে।

এবারই প্রথম গোপালপুর পৌর নির্বাচনে প্রবীনদের পাশাপাশি নবীনদের অংশ গ্রহন সমানে সমান। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন চেয়ে পাননি। ১৯৮৮ সালে এরশাদের শাসনামলে উপজেলা আওয়ামীলীগের তদানিন্তন সম্পাদক এবং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী তালুকদার (বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদারের বড় ভাই) জাসদ ও জাপার সন্ত্রাসীদের হাতে পৌরশহরে প্রকাশ্য দিবালোকে খুন হলে ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন আওয়ামীলীগের দুর্দিনে দলের হাল ধরেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত করেন। অপরদিকে নব্বয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানা মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মাঠে বিরামহীনভাবে কাজ করছেন বলে জানান আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী। রকিবুল হক ছানা ইতিপূর্বে মেয়র পদে দুই দুইবার নির্বাচনে লড়ে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান। স্থানীয় সাংসদের কৃপা নজর তার উপর রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। শুধু মাত্র দলীয় কোন্দেলেই গত দুই নির্বাচনে তিনি হেরেছেন বলে পর্যবেক্ষকদের ধারনা। গোপালপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি মো. বেলায়াত হোসেনও দলীয় মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও নবীনদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী হয়ে গ্রাম-মহল্লায় গনসংযোগসহ রাজনৈতিক গ্রুপিং ও লবিং চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌর কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম, শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম আল মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক, যুবলীগ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদ।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন বর্তমান পৌর মেয়র এবং উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল। দলের গ্রিন সিগনাল নিয়ে মাঠ গোছাচ্ছেন তিনি। সাবেক উপমন্ত্রী ও গ্রেনেড হামলা মামলায় অন্তরীন আব্দুস সালাম পিন্টু এবং সাবেক ছাত্রদল নেতা সুলতান সালাউদ্দীন টুকুর আস্থাভাজন হওয়ায় জাহাঙ্গীর আলম রুবেলের দলীয় মনোনয়ন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র জানিয়েছেন রুবেল ভক্তরা। অপর হেভিওয়েট প্রার্থী আব্দুল কাদের কবীর উজ্জল। তিনিও মাঠে নেমেছেন। বিএনপির মনোনয়ন না পেলে তিনি সম্ভবত স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করবেন। ভোটারদের একটি অংশের উপর তার প্রভাব বলয় রয়েছে।

মনোনয়ন সংগ্রহ, যাছাইবাছাই এবং দলীয় সিদ্ধান্তের পরই জানা যাবে নিরপেক্ষ ভোট হলে কার ভাগ্যের চাকা সামনে আগাবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!