আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


সংঘর্ষ ,অগ্নিসংযোগ ভাংচুরের মধ্য দিয়ে চলছে হরতাল

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশি বাধা, বিক্ষিপ্ত সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাংচুরের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালের শুরুতেই রাজধানীর মহাখালি, জুরাইনে পুলিশের সাথে হরতাল সমর্থনকারীদের সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ছয়টার দিকে জুড়াইনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশের সাথেহরতল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এদিকে মহাখালিতে পুলিশের গাড়িতে ভাংচুর চালিয়েছে জামায়াত-শিবির কর্মিরা। এতে একজন পুলিশ আহত হবার খবর পাওয়া গেছে। শেওরাপারায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে অন্তত পাচ জনকে।এছাড়া মিরপুরে হরতালকারীরা হামলা চালিয়ে অন্তত ৫টি গাড়ি ভাংচুর করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৫ জনকে।উল্লেখ্য, ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকরা হবে আজ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এই রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একে এম নাসির উদ্দিন মাহমুদ সোমবার সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন।রাজধানীর ধানমণ্ডির-১৫ তে  সকালে পৌনে ৮টার দিকে শিবিরকর্মীরা আকষ্মিক ভাবে একটি মিছিল বের করে।এসময় তারা বিআরটিসির একটি দোতালা বাস ভাঙচুর করে এবং ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।পিকেটারদের ধাওয়া করলে তারা জিগাতলার দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৫ জনকে আটক করে পুলিশ।রাজধানীর মির হাজারীবাগে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ ঘটন‍া ঘটে।

এইঘোষণার পর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুলইসলাম খান এক বিবৃতিতে সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!