আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


পুলিশের ৭২ পদে রদবদল

 

 পুলিশের ১২টি উচ্চপদসহ ৭২ পদে রদবদল ও পদোন্নতি হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

যাদেরকে বদলী করা হয়েছে তারা হলেন- ডিএমপির ডিসি (ডিবি) মনিরুল ইসলামকে ডিএমপির জয়েন্ট কমিশনার (চলতি); ডিএমপির জয়েন্ট কমিশনার (অতিরিক্ত ডিআইজি) শাহাব উদ্দিন কোরেশীকে ডিআইজি (চলতি) পিটিআই, ঢাকা; পিটিসি নোয়াখালী কমান্ড্যান্ট লুৎফর রহমান মন্ডলকে ডিআইজি (চলতি) সিআইডি; ডিএমপির জয়েন্ট কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত কমিশনার (চলতি) ডিএমপি; ডিএমপি জয়েন্ট কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমি অতিরিক্ত কমিশনার (চলতি) ডিএমপি; সিআইডির অতিরিক্ত ডিআইজি ব্যরিস্টার মাহবুবুর রহমান ডিআইজি (চলতি) সিআইডি; বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশনের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামকে ডিআইজি (চলতি) এসবি; আরএমপির অতিরিক্ত কমিশনার এসএম মনির-উজ-জামানকে পুলিশ কমিশনার (চলতি) আরএমপি; ডিটিসিবির পুলিশ সুপার শেখ ওমর ফারুককে কমান্ড্যান্ট পিটিসি, রংপুর; এসবির পুলিশ সুপার তমিজ উদ্দিন আহমেদকে অতিরিক্ত ডিআইজি (চলতি), সিআইডি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজি অমূল্য ভূষণ বড়ুয়াকে ডিআইজি টেলিকম, ঢাকা;  র‌্যাবের পরিচালক রওশন আরা বেগমকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি; র‌্যাবের পরিচালক এসএম কামাল হোসেনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; র‌্যাবের পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; পুলিশ হেড কোয়ার্টাসের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; এসবির বিশেষ পুলিশ সুপার মো. মাজহারুল ইসলামকে এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি; সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. মোকাম্মেল হোসেনকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; পুলিশ স্টাফ কলেজের সুপার মো. মতিউর রহমান শেখকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি; সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. গোলাম রসুলকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; পুলিশ সদর দপ্তরের এআইজি মো. ফিরোজ আল মুজাহিদ খানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি; ঢাকার পুলিশ স্টাফ কলেজের সুপার মো. শাহ আলমকে সিআইডির অতিরিক্ত ডিআইজি; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বনজ কুমার মজুমদারকে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি; ময়মনসিংহের পুলিশ সুপার গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি; ৮ম এপিবিএন’র অধিনায়ক ড. হাসান-উল-হায়দারকে এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি; মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানকে ডিএমপির জয়েন্ট কমিশনার (অতিরিক্ত ডিআইজি); নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমানকে ডিএমপির জয়েন্ট কমিশনার (অতিরিক্ত ডিআইজি); খুলনা মেট্রোপলিটনের উপ-কমিশনার জিএম আজিজুর রহমানকে এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি; চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফরকে চাঁদপুরের পুলিশ সুপার।

এছাড়া সারদার পুলিশ সুপার আলতাফ হোসেন পুলিশ সুপার ঝিনাইদহ; ঝিনাইদহ পুলিশ সুপার পংকজ ভট্টচার্য বিশেষ পুলিশ সুপার, এসবি; আরআরএফ রংপুর আবুল কালাম আজাদকে পুলিশ সুপার পঞ্চগড়; ডিএমপির ডিসি সৈয়দ নুরুল ইসলামকে পুলিশ সুপার নারায়ণগঞ্জ; নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলমকে ডিএমডি ডিসি; মিশন থেকে প্রত্যাগত ডিসি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে বিশেষ পুলিশ সুপার সিআইডি; মিশন থেকে প্রত্যাগত ডিসি আহসান হাবিব পলাশকে এসএসপি পিবিআই; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে সিএমপি ডিসি; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সুপার টেলিকম ঢাকা; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মহ. আশরাফুজ্জামানকে ডিএমপি ডিসি; হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া পশ্চিম) মীর আশরাফ আলীকে এসএসপি (চলতি) পিবিআই; সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খানকে এসএসপি পিবিআই; রাজশাহীর পুলিশ সুপার এসএম রোকন উদ্দিনকে হাইওয়ে পুলিশ সুপার ঢাকা; বিএমপির ডিসি মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ সুপার ভোলা; ভোলার পুলিশ সুপার বশির আহম্মেদকে ডিসি ডিএমপি; খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরীকে ডিসি আরএমপি; আরএমপি ডিসি মোর্শেদুল আনোয়ার খানকে পরিচালক শিল্প পুলিশ; আরএমপি ডিসি আবদুল মান্নানকে ডিসি কেএমপি; শিল্পাঞ্চল পুলিশ সুপার গোলাম রউফ খানকে পুলিশ সুপার খুলনা;  শিল্পপুলিশের সুপার (চলতি) সঞ্জয় কুমার কুণ্ডুকে পুলিশ সুপার কুড়িগ্রাম;  রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসানকে ডিসি সিএমপি; হ্ইাওয়ে পুলিশ ঢাকার এআইজি আমেনা বেগমকে পুলিশ সুপার রাঙামাটি; কুড়িগ্রামের পুলিশ সুপার মাহবুবুর রহমানকে বিশেষ পুলিশ সুপার সিআইডি; সিএমপির ডিসি মিরাজ উদ্দিন আহম্মেদকে পুলিশ সুপার পাবনা; নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানকে পুলিশ সুপার নওগাঁ; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনকে পুলিশ সুপার মেহেরপুর; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার নাহিদ হোসেনকে পুলিশ সুপার নাটোর; ডিএমপি ডিসি আলমগীর কবীরকে পুলিশ সুপার রাজশাহী; পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতব্বরকে ডিসি ডিএমপি; ডিএমপি ডিসি মোহাম্মদ রুহুল আমীনকে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ; চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে পরিচালক শিল্প পুলিশ; মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আবদুল্লা হেল বাকীকে বিশেষ পুলিশ সুপার সিআইডি; রাজশাহীর পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরীকে বিশেষ পুলিশ সুপার এসবি; বিশেষায়িত সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার মঈনুল হককে পুলিশ সুপার ময়মনসিংহ; এসবি বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলামে পুলিশ সুপার জামালপুর; এসএমপির ডিসি সুজায়েত ইসলামাকে ডিসি সিএমপি; ডিসি সিএমপি দেবদাস ভট্টাচার্যকে পুলিশ সুপার দিনাজপুর; সিএমপির ডিসি হাবিবুর রহমানকে পুলিশ সুপার মুন্সিগঞ্জ; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মো. সরওয়ারকে এআইজি পুলিশ সদরদপ্তর ও ৯ম এপিবিএন অধিনায়ক (চলতি) আব্দুর রহিম শাহ চৌধুরীকে পুলিশ সুপার চুয়াডাঙ্গায় বদলি করা হয়ে

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!