পুলিশের ১২টি উচ্চপদসহ ৭২ পদে রদবদল ও পদোন্নতি হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
যাদেরকে বদলী করা হয়েছে তারা হলেন- ডিএমপির ডিসি (ডিবি) মনিরুল ইসলামকে ডিএমপির জয়েন্ট কমিশনার (চলতি); ডিএমপির জয়েন্ট কমিশনার (অতিরিক্ত ডিআইজি) শাহাব উদ্দিন কোরেশীকে ডিআইজি (চলতি) পিটিআই, ঢাকা; পিটিসি নোয়াখালী কমান্ড্যান্ট লুৎফর রহমান মন্ডলকে ডিআইজি (চলতি) সিআইডি; ডিএমপির জয়েন্ট কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত কমিশনার (চলতি) ডিএমপি; ডিএমপি জয়েন্ট কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমি অতিরিক্ত কমিশনার (চলতি) ডিএমপি; সিআইডির অতিরিক্ত ডিআইজি ব্যরিস্টার মাহবুবুর রহমান ডিআইজি (চলতি) সিআইডি; বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশনের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামকে ডিআইজি (চলতি) এসবি; আরএমপির অতিরিক্ত কমিশনার এসএম মনির-উজ-জামানকে পুলিশ কমিশনার (চলতি) আরএমপি; ডিটিসিবির পুলিশ সুপার শেখ ওমর ফারুককে কমান্ড্যান্ট পিটিসি, রংপুর; এসবির পুলিশ সুপার তমিজ উদ্দিন আহমেদকে অতিরিক্ত ডিআইজি (চলতি), সিআইডি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজি অমূল্য ভূষণ বড়ুয়াকে ডিআইজি টেলিকম, ঢাকা; র্যাবের পরিচালক রওশন আরা বেগমকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি; র্যাবের পরিচালক এসএম কামাল হোসেনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; র্যাবের পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; পুলিশ হেড কোয়ার্টাসের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; এসবির বিশেষ পুলিশ সুপার মো. মাজহারুল ইসলামকে এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি; সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. মোকাম্মেল হোসেনকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; পুলিশ স্টাফ কলেজের সুপার মো. মতিউর রহমান শেখকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি; সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. গোলাম রসুলকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; পুলিশ সদর দপ্তরের এআইজি মো. ফিরোজ আল মুজাহিদ খানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি; ঢাকার পুলিশ স্টাফ কলেজের সুপার মো. শাহ আলমকে সিআইডির অতিরিক্ত ডিআইজি; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বনজ কুমার মজুমদারকে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি; ময়মনসিংহের পুলিশ সুপার গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি; ৮ম এপিবিএন’র অধিনায়ক ড. হাসান-উল-হায়দারকে এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি; মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানকে ডিএমপির জয়েন্ট কমিশনার (অতিরিক্ত ডিআইজি); নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমানকে ডিএমপির জয়েন্ট কমিশনার (অতিরিক্ত ডিআইজি); খুলনা মেট্রোপলিটনের উপ-কমিশনার জিএম আজিজুর রহমানকে এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি; চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফরকে চাঁদপুরের পুলিশ সুপার।
এছাড়া সারদার পুলিশ সুপার আলতাফ হোসেন পুলিশ সুপার ঝিনাইদহ; ঝিনাইদহ পুলিশ সুপার পংকজ ভট্টচার্য বিশেষ পুলিশ সুপার, এসবি; আরআরএফ রংপুর আবুল কালাম আজাদকে পুলিশ সুপার পঞ্চগড়; ডিএমপির ডিসি সৈয়দ নুরুল ইসলামকে পুলিশ সুপার নারায়ণগঞ্জ; নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলমকে ডিএমডি ডিসি; মিশন থেকে প্রত্যাগত ডিসি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে বিশেষ পুলিশ সুপার সিআইডি; মিশন থেকে প্রত্যাগত ডিসি আহসান হাবিব পলাশকে এসএসপি পিবিআই; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে সিএমপি ডিসি; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সুপার টেলিকম ঢাকা; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মহ. আশরাফুজ্জামানকে ডিএমপি ডিসি; হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া পশ্চিম) মীর আশরাফ আলীকে এসএসপি (চলতি) পিবিআই; সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খানকে এসএসপি পিবিআই; রাজশাহীর পুলিশ সুপার এসএম রোকন উদ্দিনকে হাইওয়ে পুলিশ সুপার ঢাকা; বিএমপির ডিসি মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ সুপার ভোলা; ভোলার পুলিশ সুপার বশির আহম্মেদকে ডিসি ডিএমপি; খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরীকে ডিসি আরএমপি; আরএমপি ডিসি মোর্শেদুল আনোয়ার খানকে পরিচালক শিল্প পুলিশ; আরএমপি ডিসি আবদুল মান্নানকে ডিসি কেএমপি; শিল্পাঞ্চল পুলিশ সুপার গোলাম রউফ খানকে পুলিশ সুপার খুলনা; শিল্পপুলিশের সুপার (চলতি) সঞ্জয় কুমার কুণ্ডুকে পুলিশ সুপার কুড়িগ্রাম; রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসানকে ডিসি সিএমপি; হ্ইাওয়ে পুলিশ ঢাকার এআইজি আমেনা বেগমকে পুলিশ সুপার রাঙামাটি; কুড়িগ্রামের পুলিশ সুপার মাহবুবুর রহমানকে বিশেষ পুলিশ সুপার সিআইডি; সিএমপির ডিসি মিরাজ উদ্দিন আহম্মেদকে পুলিশ সুপার পাবনা; নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানকে পুলিশ সুপার নওগাঁ; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনকে পুলিশ সুপার মেহেরপুর; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার নাহিদ হোসেনকে পুলিশ সুপার নাটোর; ডিএমপি ডিসি আলমগীর কবীরকে পুলিশ সুপার রাজশাহী; পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতব্বরকে ডিসি ডিএমপি; ডিএমপি ডিসি মোহাম্মদ রুহুল আমীনকে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ; চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে পরিচালক শিল্প পুলিশ; মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আবদুল্লা হেল বাকীকে বিশেষ পুলিশ সুপার সিআইডি; রাজশাহীর পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরীকে বিশেষ পুলিশ সুপার এসবি; বিশেষায়িত সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার মঈনুল হককে পুলিশ সুপার ময়মনসিংহ; এসবি বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলামে পুলিশ সুপার জামালপুর; এসএমপির ডিসি সুজায়েত ইসলামাকে ডিসি সিএমপি; ডিসি সিএমপি দেবদাস ভট্টাচার্যকে পুলিশ সুপার দিনাজপুর; সিএমপির ডিসি হাবিবুর রহমানকে পুলিশ সুপার মুন্সিগঞ্জ; মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার মো. সরওয়ারকে এআইজি পুলিশ সদরদপ্তর ও ৯ম এপিবিএন অধিনায়ক (চলতি) আব্দুর রহিম শাহ চৌধুরীকে পুলিশ সুপার চুয়াডাঙ্গায় বদলি করা হয়ে