ভারতে পাচারকালে সোমবার সকালে শার্শার সাত মাইল এলাকা থেকে ২৩ লাখ টাকার তিল বোঝাই একটি ট্রাক আটক করেছে বিজিবি সদস্যরা। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সুত্রে সংবাদ পেয়ে সকালের দিকে শার্শার উল্লিখিত এলাকায় অভিযান চালিয়ে
ট্রাকসহ ৮ টন তিল উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তিল বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়। বিজিবি জানায়, তিল বোঝাই ট্রাকের মূল্য দেয়া হয়েছে ২৩ লাখ ১৯ হাজার টাকা। আটক তিল বেনাপোল কাষ্টম হাউজ গুদামে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।