চট্রগ্রাম জেলার চান্দগাঁও থানার বিসিক শিল্প এলাকার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী মো: সেলিম ওরফে কুত্তা সেলিমকে পুলিশ শনিবার মধ্যরাতে শহরের বরিশাল বাজার এলাকা থেকে গোপনে অভিযান চালিয়ে অবশেষে গ্রেফতার করেছে। সন্ত্রাসী কুত্তা সেলিমকে নিয়ে পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। পুলিশ জানান, গ্রেফতারকৃত মো: সেলিশ ওরফে কুত্তা সেলিম একজন পেশাদার কিলার ও অস্ত্রধারী সন্ত্রাসী। শহরের বিসিক শিল্প এলাকায় বর্তমান সময়ে বেশ কিছু ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড বেড়ে যাওয়ার কারণে কুত্তা সেলিমকে পুলিশ গ্রেফতার করেছে । তার বিরুদ্ধে স্থানীয় থানায় ছিনতাই, লুটসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। এলাকাবাসিরা জানান, বেশ কয়েক বছর আগে ছিনতাইকারী মো: সেলিম মিয়াকে স্থানীয় একটি কুকুর পায়ে কামড়ালে তাকে চেনার জন্য উপাধি দেয়া হয় কুত্তা সেলিম। এই নামে এখন অপরাধ জগতে সকলে তাকে চিনে। এদিকে ছিনতাইকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী সেলিম ওরফে কুত্তা সেলিম গ্রেফতার হওয়ায় এলাকাবাসিদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসছে।