আজ সকাল সাড়ে ৮ টায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে রংপুর-বগুড়া মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ৩৫ জন যাত্রী আহত হয়েছে। আহতের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে রংপুর অভিমুখে আসতে থাকা হিমেল এন্টারপ্রাইজের সাথে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ৩৫ জন আহত হয় । রাস্তায় ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মিঠাপুকুর থানার পুলিশ জানিয়েছে ।