এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের স্বাস্থ্য খাতে ২৪৯ কোটি টাকার চারটি সরকারি ও একটি বেসরকারি গুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন।
এসব প্রকল্পগুলো হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণ কাজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ইউনিট, নার্সিং কলেজ, হেলথ ইনস্টিটিউট এবং ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউটসহ চট্টগ্রামে স্বাস্থ্য খাতে আড়াইশ কোটি টাকার বিভিন্ন প্রকল্প।
সীতাকুণ্ডুর ফৌজদারহাটে একেবারে নতুন ধাচের চিকিৎসা কার্যক্রমের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদানের লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) নির্মাণ করা হয়েছে।
ফৌজদারহাটের একই জায়গায় চট্টগ্রাম নার্সিং কলেজ চালু করা হয়েছে। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার এই নার্সিং কলেজ ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২১৩ জন ছাত্রী নার্সিং প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রতিষ্ঠানটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ইউনিটের। এরপর তিনি রাঙ্গুনীয়াস্থ কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অয়োজিত জনসভায় আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার আদলে পাঁচ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে সংগতি রেখে লাল সবুজের রঙে মঞ্চ সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের বিভিন্ন রেঞ্জ থেকে ২৫০০ চৌকষ পুলিশকে রাঙ্গুনিয়ায় নিয়ে আসা হয়েছে। এর বাইরে র্যাব, এনএসআই, ডিজিএফআই, সিটি এসবি, ডিএসবির ৫ শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ খলিলুর রহমান চৌধুরী জানান, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিক প্রচেষ্ঠায় এ সরকারের আমলে রাঙ্গুনিয়ায় প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হওয়ায় প্রধামন্ত্রীর প্রতি অন্যরকম কৃতজ্ঞতা প্রকাশে প্রস্তুত রাঙ্গুনিয়াবাসী।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য, পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছেন। জনসভায় চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন।’
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গুনিয়ায় একটি ইপিজেড গড়ে তোলার ঘোষণার পাশাপাশি চন্দ্রঘোনাকে পৌরসভা ও রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দিতে পারেন বলে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।