নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সন্দেহভাজনসদস্যদের হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রথম হামলাটি চালানো হয়ডাম্বোয়াশহরের একটি বাজারে। বাজারে বানর ও শুকরের মাংস বিক্রেতাদের ওপরএলোপাথাড়ি গুলিতে ১৮ ব্যক্তি নিহত হয়। এদের মধ্যে ১৩ জন ঘটনাস্থলে এবং বাকিপাঁচ জন হাসপাতালে নেয়ার পর মারা যায়। অস্ত্রধারীরা গাড়িতে করে বাজারটিতেনেমে অভিযান শেষ করে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সবচেয়ে বড় শহরকানোতে আলাদা হামলায় আরও পাঁচ জন নিহত হয়। নিহতরা দৃশ্যত খোলা জায়গায় বসেজুয়া খেলছিল। দ্বিতীয় হামলায় আহত দুব্যক্তির চিকিত্সা চলছে।