গণপরিবহণের নতুন ভাড়া ঠিক করতে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এর আগে গত মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক হয়েছিল। তবে তাতে কোনো সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৩৫ পয়সা। ভাড়া পুনর্নির্ধারণ কমিটি সেটা এক টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করেছিল। গত ৩ জানুয়ারি সরকার পেট্রোল ও অকটেনের দাম লিটারে পাঁচ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে সাত টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়।
এর আগে ২০১২ সালের ১ জানুয়ারি দূরপাল্লার (আন্তঃজেলা) বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়িয়ে এক টাকা ৩৫ পয়সা করা হয়। আর শহর এলাকায় চলাচলকারী বাস, অটোরিকশা ও ট্যাক্সির মতো গণপরিবহণের ভাড়া বৃদ্ধির সর্বশেষ ঘোষণা আসে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর।