আজ || বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


দূরপাল্লার বাসভাড়া বাড়লো কিলোমিটারে ১০ পয়সা

 দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়িয়ে এক টাকা ৪৫ নির্ধারণ করেছে সরকার। এ ভাড়া আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। ঢাকা ও চট্টগ্রাম নগরীতে চলাচলকারী যানবাহনে এ ভাড়া কার্যকর হবে না।

গণপরিবহণের নতুন ভাড়া ঠিক করতে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকে  এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এর আগে গত মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক হয়েছিল। তবে তাতে কোনো সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৩৫ পয়সা। ভাড়া পুনর্নির্ধারণ কমিটি সেটা এক টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করেছিল। গত ৩ জানুয়ারি সরকার পেট্রোল ও অকটেনের দাম লিটারে পাঁচ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে সাত টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়।
এর আগে ২০১২ সালের ১ জানুয়ারি দূরপাল্লার (আন্তঃজেলা) বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়িয়ে এক টাকা ৩৫ পয়সা করা হয়। আর শহর এলাকায় চলাচলকারী বাস, অটোরিকশা ও ট্যাক্সির মতো গণপরিবহণের ভাড়া বৃদ্ধির সর্বশেষ ঘোষণা আসে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর।
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!