আজ || মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে নিখোঁজের ১৬ দিন পর কৃষকের গলিত লাশ উদ্ধার       আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে মানববন্ধন       গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ       গোপালপুরে পোল্ট্রি বর্জ্য বৈরাণ নদীতে; বাড়ছে রোগব্যাধি       গোপালপুরে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু       গোপালপুরে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন দিল উপজেলা প্রশাসন       বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ       ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ       গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ       ‘দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’ -আব্দুস সালাম পিন্টু    
 


আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক,‘গেরিলা’ শ্রেষ্ঠ চলচ্চিত্র


দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’ প্রদানের ঘোষণা করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাককে ‘আজীবন সম্মাননা’ পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানানো হয়।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এশা ইউসুফ ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত গেরিলা। গেরিলা চলচ্চিত্রের জন্য নাসির উদ্দিন ইউসুফকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ঘোষণা করা হয়েছে।

‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রের জন্য ফেরদৌস আহমেদকে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘গেরিলা’ চলচ্চিত্রের জন্য জয়া আহসানকে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’ এর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত হয়েছেন এম এ আলমগীর। ‘কে আপন কে পর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। একই চলচ্চিত্রের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা।

চলচ্চিত্রের ২৪টি ক্ষেত্রে ঘোষণাকৃত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’ লাভকারী হিসেবে আরো যাদের নাম ঘোষণা করা হয়েছে- শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ঃ ফখরুল আরেফীন প্রযোজিত ‘আল-বদর’ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত ‘লোকনায়ক কাঙ্গাল হরিনাথ’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ঃ হাবিব ওয়াহিদ ‘প্রজাপতি’ চলচ্চিত্র, খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ঃ শতাব্দী ওয়াদুদ ‘গেরিলা’ চলচ্চিত্র ও মিশা সওদাগর ‘বস্ নাম্বার ওয়ান’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ শিশু শিল্পী ঃ সেমন্তী ‘খন্ডগল্প-১৯৭১’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার ঃ ড. মুহম্মদ জাফর ইকবাল ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্র নাট্যকার ঃ নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান ‘গেরিলা’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ঃ নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান ‘গেরিলা’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ গায়ক ঃ কুমার বিশ্বজিৎ ‘প্রজাপতি’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ গায়িকা ঃ নাজমুন মুনিরা (ন্যান্সি) ‘প্রজাপতি’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ গীতিকার ঃ শফিক তুহিন ‘প্রজাপতি’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ সুরকার ঃ ইমন সাহা ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ঃ এল. অপু রোজারিও ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ শব্দগ্রাহক ঃ রতন পাল ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ সম্পাদক ঃ সামির আহমেদ ‘গেরিলা’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক ঃ অনিমেষ আইচ ‘গেরিলা’ চলচ্চিত্র, শ্রেষ্ঠ মেকাপম্যান ঃ মোঃ আলী বাবুল ‘গেরিলা’ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা ঃ শিমূল ইউসুফ ‘গেরিলা’ চলচ্চিত্র।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!