আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


তীব্র আন্দোলনের হুমকি জগন্নাথের শিক্ষার্থীদের

গত বছরের ঘোষণা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়  প্রশাসন ২০১২-১৩শিক্ষাবর্ষে ভর্তির সময় উন্নয়ন ফি বাবদ তিন হাজার টাকা প্রত্যাহার না করেতা বহাল রাখায় আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। উন্নয়নফি প্রত্যাহার না হলে তীব্র  আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয় প্রগতিশীলছাত্রসংগঠন।

রবিববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রগতিশীল ছাত্র জোটের আহ্বানে সাধারণশিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করে উন্নয়ন ফি বাবদ তিন হাজার টাকা প্রত্যাহারকরার দাবি জানায়।মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সমাবেশে ছাত্র ইউনিয়নেরবিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ফারুক হোসেন আবির বলেন, গত বছর ভর্তির সময়উন্নয়ন ফি বাবদ ৩ হাজার টাকা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলপ্রশাসন। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে আবার তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকাছ থেকে ওই টাকা নিচ্ছেন। তিনি আরও বলেন, শিক্ষা এবং বাণিজ্য একসাথে হয়না।উন্নয়ন ফি বাবদ তিন হাজার টাকা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার সকালথেকে অনির্দিষ্টকাল জনতা ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা অবরোধের ঘোষণা দেনতিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবং সকল সাধারণ শিক্ষার্থীরা সমর্থন জানায়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!