গাজীপুরের কালিগঞ্জে সারবাহী ট্রাক উল্টে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের কালিগঞ্জে উলুখোলা এলাকায় সারবাহী একটি ট্রাক সড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা আট শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন আরো তিন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ট্রাকটি সার বোঝাই করে উত্তরবঙ্গে যাচ্ছিল বলে জানা গেছে। ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে।