অভিযোগ ভূয়া বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান।শনিবারসন্ধ্যায় বাংলা একাডেমিতে বিবিসি বাংলা আয়োজিত ‘বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানেপদ্মাসেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে বিশ্বব্যাংকের তোলা এই অভিযোগ তিনিএভাবেই অমান্য করেন।
মসিউর বলেন, “পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যে নালিশ করেছে তা ভূয়া। এরকোন ভিত্তি নেই। সরকার বিশ্বব্যাংকের কাছে প্রমাণ চেয়েও পায়নি। সুতরাং এদু্র্নীতি প্রমাণ না হওয়া পর্যন্ত পদ্মাসেতু ইস্যুতে দুর্নীতি হয়েছে বলাযাবে না।”
তিনি আরও বলেন, “বিশ্বব্যাংক পদ্মাসেতুতে কোনো দুর্নীতির অভিযোগ করেনি। বরং পদ্মাসেতুতে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে বলে নালিশ করেছে।”