আগামী সপ্তাহে বাংলাদেশ রোড টান্সপোর্টঅথরিটির (বিআরটিএ) ব্যয় নির্ধারণ কমিটির বৈঠকে গাড়িভাড়া বাড়ানোর ব্যাপারেসিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর রেলভবনেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী-দাউদকান্তি সেতুর মেরামত কাজ সংক্রান্তসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তিনি বলেন, দুই দফায় সেতু মেরামত না করেআগামী ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারির পর্যন্ত টানা ৯ দিন সেতুর মেরামত কাজ করারব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের যানবাহন কাঁচপুরব্রিজ হয়ে নরসিংদী-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোড দিয়ে ময়নামতি সড়ক ব্যবহারকরতে বলা হয়েছে বলে জানান মন্ত্রী।