সারাদেশের ২৬ হাজার ২শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে জাতীয় প্যারেড স্কোয়ারে বেসরকারি শিক্ষক মহসমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় এক সঙ্গে সব বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন সম্ভব নয়। তাই ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন হবে।
১লা জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু শেখ মুজিুবর বহমান যদি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করতে পারে তাহলে চার দশক পরে আমারা কেন পরবো না। [বাংলাদেশটাইমস.নেট /নাঈম/ঢাকা]