আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


ওয়ানডেতে আবার বিশ্রামে ক্যালিস

বাংলাদেশ টাইমসঃ রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম দেয়ায় এই দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে।

ক্যালিসের অবশ্য অনেক দিনই ওয়ানডে খেলার সুযোগ হয় না। গত ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

ক্যালিসকে ওয়ানডে দলে না রাখা প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন বলেন, “গত বছর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি আর ইংল্যান্ডের সঙ্গে সিরিজ অমীমাংসিত রেখেছি। আমাদের বিশ্বাস, বর্তমান ওয়ানডে দলটি সঠিক পথেই এগোচ্ছে।”

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, কলিন ইনগ্রাম, রোরি ক্লাইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, মর্নে মরকেল, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন ও লনওয়াবো সোতসোবে।

[ বাংলাদেশ টাইমস ডেস্ক / এহসান]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!