ডেক্স নিউজ :
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশন (বিএমজিটিএ) টাঙ্গাইল জেলা ও গোপালপুর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক কে এম শামীম।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদারের সঞ্চালনায় কোরান তেলেওয়াতের মধ্যদিয়ে ইফতার পূর্বক আলোচনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মেহেরুন্নেছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, গোপালপুর সরকারী কলেজের সাবেক ভিপি মো.শাহজাহান আলী, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়ারুল হক আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, জাসাস এবং ফারিয়া সভাপতি মো.শাহানুর আহমেদ সোহাগ, সুজনের সাধারন সম্পাদক মো. মাহবুব রেজা সরকার, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. গালিছুর রহমান মাসুম, বিএমজিটিএ মধুপুর উপজেলার সভাপতি সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি মো. হিমেল চৌধুরী, সম্পাদক সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, রনলার সভাপতি আব্দুছ ছাত্তার পলাশী, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী প্রমুখ।
বক্তব্যে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল বলেন, কোন বিচ্ছিন্নভাবে জাতীয় করণ নয়। প্রাথমিক পর্যায়ে সকল উপজেলায় একটি করে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বালিকা বিদ্যালয় জাতীয় করণের পদক্ষেপ নেয়া দরকার।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, ইফটিতে বেতন নিয়ে শিক্ষকদের ভোগান্তি অতিসত্বর সমাধান করে ঈদের পূর্বে বেতন ভাতাদি প্রদানের আহবান জানান।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেডে গ্রেডে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উপর তাগিদ দেন।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, অতি সত্বর শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান করা দরকার।
বিএমজিটিএ জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক কে এম শামীম বলেন, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, পূনাঙ্গ উৎসব ভাতা, ৪৫% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার দাবীসহ ঈদুল ফিতরের পূর্বে যেন মার্চ মাসের বেতনসহ উৎসব ভাতা শিক্ষকগণ উত্তোলন করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।
বিএমজিটিএ জেলা সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদার বলেন, ইএফটিতে বেতন প্রদান সাধারণ শিক্ষকদের প্রানের দাবী। এই ইএফটি বাস্তবায়নে শিক্ষকগণ যেন কোন ধরনের হয়রানীর স্বীকার না হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ বোরহান আলী। পরিচালনায় করেন বিএমজিটিএ গোপালপুর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. অটল শরীয়ত উল্লাহ, সম্পাদক মো. আশরাফ আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন আরিফ হোসেন ও কে এম জামালী।