ডেক্স নিউজ :
গোপালপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তুহিন হোসেন। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, শহর বিএনপি সাবেক সভাপতি শাজাহান (ভিপি), মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় বক্তরা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।