আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল ‘উপজেলা পরিষদ স্কুল, গোপালপুর’ এর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্কুল ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির ফলাফল প্রকাশ, মার্কসীট ও পুরস্কার প্রদান করা হয়।

স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল কবীরের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্কুল পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক মো. শামসুল আলম, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কে এম মিঠু প্রমুখ। এসময় স্কুলের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের পরিকল্পনায় ২০২২ সালে উপজেলা পরিষদ চত্বরে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!