আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


গোপালপুরে সন্ত্রাসী হামলায় ১৫ পরীক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের গোপালপুরে কনসার্টে নাচানাচি নিয়ে বিতর্ক ও মারামারির জেরে পাল্টা হামলায় শিক্ষকসহ ১৫ পরীক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত তিন জন এখনো গোপালপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অবশিষ্টরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। হামলা, পাল্টা হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গোপালপুর থানার আওতাধীন হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভালোবাড়ী গ্রামের স্কুল মাঠে স্থানীয় যুবকরা কনসার্টের আয়োজন করে। সেখানে নাচানাচি নিয়ে বিতর্কের জেরে ভালোবাড়ী গ্রামের যুবকদের হাতে গুলিপেচা ও শিমলাপাড়া গ্রামের তিন যুবক আহত হয়। এর প্রতিশোধ হিসাবে গতকাল বৃহস্পতিবার পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে পরীক্ষার্থীদের উপর হামলা সমর্থন যোগ্য নয়। এখনো কেউ পুলিশের নিকট লিখিত অভিযোগ দেয়নি।

হেমনগর শশীমুখী হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার তার স্কুলের নবম শ্রেণীর ১৬৫ জন ভোকেশনাল পরীক্ষার্থী নারুচী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে মূল সড়কে আসাা মাত্র গুলিপেচা, অর্জুনা ও নলিন গ্রামের ৪০/৫০জন সন্ত্রাসী রড, হাতুড়ি ও ছুরি, চাকু নিয়ে পরীক্ষার্থীদের উপর গণহামলা চালায়। শিক্ষার্থী ছাড়াও দুইজন শিক্ষকও আহত হন।

আহত শিক্ষার্থী আলফি আহমেদ স্মরণ, ইসমাইল হোসেন ও রিজভী হাসান রাফী অভিযোগ করেন, কনসার্টের দিন যারা মারামারি করেছিল তাদের না পেয়ে ভালোবাড়ী ও এর আশপাশের কয়েক গ্রামের বাসিন্দা যারা শশীমুখী হাইস্কুলের পরীক্ষার্থী তাদেরকে বেদম পিটুনি দিয়ে মনের ঝাল মিটিয়েছে সন্ত্রাসীরা। হামলার সময় আহতরা প্রাণ বাঁচানোর জন্য কলেজ অফিস কক্ষে আশ্রয় নিতে গেলে কলেজ প্রশাসন তাদেরকে আশ্রয় দেয়নি। কয়েকজন হাতে আঘাত পাওয়ায় পরবর্তী পরীক্ষা দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অভিভাবক আফরীন জাহান জানান, গ্রামবাসির এসব ফ্যাসাদে নিরীহ শিক্ষার্থীদেরতো দোষ ছিলনা। তাহলে কেন তাদের উপর পৈশাচিক হামলা হলো। তিনি সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি জানান।

নলিন আদর্শ হাইস্কুলের সহকারি শিক্ষক মিসেস নাহার জানান, কোন সংঘর্ষ বা মারামারির সাথে ভালোবাড়ী গ্রামের লোকজন জড়িত ছিলনা।

নারুচী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ আখতার জানান, দুই গ্রুপই একটি রাজনৈতিক দলের সমর্থক। কিন্তু এর জেরে নিরীহ পরীক্ষার্থীদের উপর হামলা নিন্দনীয়। ঘটনাটি ঘটেছে কলেজ ক্যাম্পাসের বাইরে। আহতদের কলেজ অফিসে আশ্রয় দেয়ার চেয়ে হাসপাতালে পাঠানো জরুরী ছিল। তিনি পুলিশ ডেকে সেটাই করেছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!