গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং আলমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মোমেন গ্রেফতার হয়েছেন। থানা পুলিশ তাকে টাঙ্গাইল আদালতে চালান দিলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
গোপালপুর থানা পুলিশ জানায়, গত ৪ আগস্ট মধুপুর উপজেলা সদরে এক দাঙ্গাহাঙ্গামা মামলার আসামী হিসাবে আজ বুধবার ভোর রাতে গোপালপুর পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মধুপুর থানা পুলিশে সোপর্দ করা হলে তাকে টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট আদালতে চালান দেয়া হয়।
মধুপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন বাদি হয়ে গত ৪ আগস্ট দাঙ্গাহাঙ্গামার অভিযোগে অজ্ঞাতনামাসহ আনুমানিক ৪/৫ শত জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। এ মামলায় মধুপুরের ৬ জনকে এর আগে গ্রেফতার করা হয়।
এদিকে আজ বুধবার বিকেলে উপজেলার আলমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গ্রেফতার হওয়া আব্দুল মোমেনের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিছিল শেষে গোপালপুর থানার ওসির মাধ্যমে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।