গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিকদের সাথে আইএফআইসি ব্যাংকের গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার ডেইরি ফার্ম মালিকদের আয়োজনে (২৯ সেপ্টেম্বর) রবিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ধনবাড়ী শাখা ব্যবস্থাপক পরিচালক রিপন বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক ধনবাড়ী শাখার মার্কেটিং অফিসার মাহমুদুল হাসান, গোপালপুর উপ-শাখার ইনচার্জ সাপকত সভরিন নাবিল।
ব্যাংক কর্মকর্তারা জানান, আইএফআইসি ব্যাংকিং ব্যবস্থা একটি নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠান। এখানে সুনিশ্চিতভাবে আমানত ও ঋণ গ্রহণসহ ব্যাংকিংয়ের সকল সুবিধা গ্রহণ যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আমিনুল ইসলাম, উপজেলার ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসানসহ উপজেলার ডেইরি ফার্মের মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।