আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে – ইলিয়াস হোসেন

গোপালপুর বার্তা ডেক্স :
দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক এবং ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ও সম্পাদক ইলিয়াস হোসেন বলেছেন ‘সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর মিডিয়া জগতে যে পরিবর্তন সূচিত হয়েছে তাতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ এসেছে। গ্রামীণ সাংবাদিকদের সেই সুযোগ গ্রহণ করে মিডিয়ার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

তিনি গতকাল শুক্রবার রাতে গোপালপুর প্রেসক্লাবে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবজমিন প্রতিনিধি অটল শরীয়ত উল্লাহ, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুস সালাম খান, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি কে এম মিঠু, কালবেলা প্রতিনিধি নুরআলম প্রমুখ।

এর আগে মানবজমিন প্রতিনিধি অটল শরীয়ত উল্লাহকে ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হিসাবে নির্বাচন এবং সংবর্ধনা দেয়া হয়। দৈনিক জনতার সাবেক প্রতিনিধি আব্দুস সাত্তার খানের পরলোকগমনের পর ক্লাবের সিনিয়র সহসভাপতির পদ দীর্ঘ দিন শুন্য ছিল। ক্লাবের গঠনতন্ত্র সংস্কার করার জন্য অটল শরীয়ত উল্লাহকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

সভায় আরো সিদ্ধান্ত হয়, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহের যেকোন দিন ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। গঠনতন্ত্র সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান গঠনতন্ত্রের ধারাউপধারায় ক্লাব পরিচালনা এবং পদবীধারিরা দায়িত্ব পালন করে যাবেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!