জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় রাজধানী খিলগাঁও এলাকা থেকে র্যাব- ১ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন অভিষেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার
সন্ধ্যার দিকে খিলগাঁও এলাকায় মোহাম্মদ তাহেরের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।