গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সুতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নেন।
প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও হেড অফ দ্য ষ্টাডিস ড. মোহাম্মদ আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী চাদিয়া সুলতানা, ডা. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক মো. আয়েজ উদ্দিন। মানবিক বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আ. রহিম প্রমুখ।