আজ || মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত       গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ    
 


গোপালপুরে শতাধিক নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না জাল এবং চাই জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগা এবং হেলেঞ্চা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল এবং চাই জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার নদী, খাল ও বিলে কয়েকদফা অভিযান চালিয়ে কয়েকশত জাল ভস্মীভূত করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!