আজ || শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরের সেনেরচর আলীম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যতো অভিযোগ       গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত       গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    
 


জরায়ু ক্যান্সার প্রতিরোধে গোপালপুরে বিনামূল্যে টীকা পাবে সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য সাড়ে নয় হাজার কিশোরী ও যুবতী বিনামূল্যে  হিউম্যান প্যাপিলামা ভাইরাস (এইচপিভি) টীকা পাচ্ছেন।

টীকাদান কর্মসূচী জোরদার করণের লক্ষ্য আজ বুধবার পৌরশহরের ডাকবাংলো মহল্লার মডেল রিসার্স সেন্টার মিলনায়তনে এক ওরিয়েন্টেশন সভা (ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সৌজন্যে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর প্রেসক্লাব ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. গোলাম ফারুখ। কর্মশালায় ৫০জন নারী অংশ গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী জানান, আগামী ৪ অক্টোবর থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। গোপালপুর উপজেলার সাড় নয় হাজার কিশোরী ও যুবতী বিনামূল্যে এ টিকা পাবেন। নির্দিৃষ্ট বয়সে এইচপিভি টিকা গ্রহণ করলে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। প্রতিটি টিকার দাম প্রায় আড়াই হাজার টাকা। শুধূ মাত্র গোপালপুর উপজলায় প্রায় তিন কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এজন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন। টিকাদান কর্মসূচি সফল করতে আজ উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও মিডিয়ার সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!