কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিটি আজ মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আব্দুল লতিফ সিটি গোপালপুর পৌর শহরের সূতী পলাশ গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মঙ্গলবার বিকাল ৪টায় ডুবাইল ইমাম বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং বাদ আছর সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ শেষে সূতী পলাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।