আজ || মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মুক্তিপনের দাবিতে অপহৃত শিশুর গলিত লাশ কালিয়াকৈর থেকে উদ্ধার; গ্রেফতার ২       গোপালপুরের মোহনপুরে পোস্টঅফিসের ঘর না থাকায় ভোগান্তি       গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা       গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন    
 


গোপালপুরে ফল উৎসবে ফল গাছের চারা উপহার পেলেন শিশু শিক্ষার্থীরা

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে ফল উৎসবে গ্রীষ্মকালীন দেশীয় ১৫ প্রজাতের ফলের সঙ্গে পরিচয় হয়েছে শিশু শিক্ষার্থীরা। একইসঙ্গে বিভিন্ন প্রজাতের ফলজ গাছের চারা উপহার পেয়েছেন। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা পরিষদ স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফল উৎসবে দেশি-বিদেশি ফলের বাংলা ও ইংরেজি নাম এবং ফলের পুষ্টিগুণ বৈশিষ্ট্য সম্পর্কে শিশু শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন অতিথি ও শিক্ষকরা। এমন আয়োজনে শিশু শিক্ষার্থীরাও উচ্ছ্বাসিত ও আনন্দিত।

ফল উৎসবে অংশ নেয়া শিক্ষার্থী ফাইহা তাবাসসুম বলেন, এবারই প্রথম একসঙ্গে নাম অজানা বিভিন্ন ফলের সম্পর্কে জানতে পারলাম। আমাদের অনেক ভাল লাগছে। অনুষ্ঠানে একটি করে ফলের চারা গাছ উপহার পেয়েছি। মো. মোমিন বলেন, ফল উৎসবে অপরিচিত অনেক ফলের নাম জানলাম। এর আগে কোনদিন দেখিওনি। আজ দেখেওছি, খেয়েওছি।

স্কুলসূত্রে জানা যায়, ওই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জামরুল করমচা, বেল, আতাফল, জলপাই, বড়ই, আনারস, পেয়ারা, পেঁপে, তাল সহ ২০ প্রজাতের দেশীয় ফল স্থান পায়।

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুলের সভাপতি আসফিয়া সিরাত।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এখলাছ মিয়া, শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!