কে এম মিঠু, গোপালপুর :
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন ও উঞ্চতা বৃদ্ধিরোধসহ নানা বিষয়ে টাঙ্গাইল জেলায় এবছর বর্ষা মৌসুমে এক লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসক। এরই ধরাবাহিকতায় গোপালপুর উপজেলায় আগামী ১৫ জুলাই বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন গোপালপুর উপজেলা প্রশাসন।
আজ বুধবার সকালে বৃক্ষ রোপন কার্যক্রম তরান্বিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফ আব্দুল বাসিত, সিনিয়র মৎস কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, ওসি তদন্ত মামুন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও বন বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।