আজ || মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত       গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ    
 


গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল রেলওয়ে ব্রীজের উপর ট্রেনের চাকায় কেটে স্বামীস্ত্রী নিহত হন। নিহতরা হলেন রাজগোলাবাড়ী গ্রামের মুত আব্দুল কাদেরের ছেলে আরজু মিয়া (৫০) এবং তার স্ত্রী শম্পা বেগম (৪০)। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার জানান, ওই দম্পতি মোহাইল মৌজার গইল্লা বিলের মাঝখানে অবস্থিত নির্জন যোগীর ঘোপা জঙ্গলে অলৌকিক শক্তির উদ্দেশ্যে শিরনী বিতরণ শেষে হেটে বাড়িতে ফিরছিল। মোহাইল রেলওয়ে ব্রীজ পার হওয়ার সময় জামালপুর-ভূঞাপুরগামী লোকাল ৩৭ আপ চিটাগাং এক্সপ্রেস তাদেরকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। টাঙ্গাইল জিআরপির আইসি ফজলুল হক এবং টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার আগুন তালুকদার জানান, অকূস্থল ভৌগলিকভাবে টাঙ্গাইল জেলার অন্তর্ভূক্ত হলেও রেলপথের এ অংশ দেখাশোনা করেন জামালপুর জিআরপি। তারাই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করবেন। আবার জামালপুর জিআরপির আইসি গুলজার হোসেন জানান, অকূস্থল যেহেতু টাঙ্গাইল জেলার মধ্যে সেহেতু বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা দেয়ার দায়িত্ব টাঙ্গাইল জিআরপির। দুই জিআরপির রশি টানাটানিতে দুপুর ৪টা পর্যন্ত অকূস্থলেই পড়ে ছিল লাশ।

হেমনগর বাজারের ব্যবসায়ী আতাউল মিতুল অভিযোগ করেন, গোপালপুর উপজেলার একাধিক রেল ক্রসিংয়ে প্রতিমাসেই প্রাণহানি ঘটে। আর উভয় জিআরপি ভৌগলিক সীমানার বিতর্ক তুলে বা দোহাই দিয়ে দুর্ঘটনা পাশ কাটিয়ে যায়। বিগত তিন বছরে গোপালপুরে অংশে ১২ জন ট্রেনে কাটা পড়ে মারা যায়। জিআরপি কখনোই কোন ব্যবস্থা নেয়না।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!