কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করতে এসে বৃক্ষরোপণ করলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের পিতা অধ্যাপক আলী হায়দার ও মা ফিরোজা আলী হায়দার।
গত মঙ্গলবার দুপুরে মসজিদের প্রধান ফটকের পাশে নিম ও আমড়া গাছ রোপন করেন তাঁরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত, সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু কায়সার রাসেল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্ট্রের সদস্য আব্দুল করিম, হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।