কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত আজ সোমবার তথ্যকেদ্র কাম সেবা বুথের উদ্বোধনের মাধ্যমে এ নাগরিক সেবা চালু করেন। এ উপলক্ষে পৌরশহরের নন্দনপুর ভূমি অফিস প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুল বাসিত, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, পাট উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত স্থানীয় মিডিয়াকে জানান, নাগরিক সেবা সাবলীল ও হয়রানিমুক্ত করার জন্য সরকার ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), ই-নাম জারী, জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ডিজিটালাইজেশন করেছেন। সরকার স্মার্ট সেবার মাধ্যমে স্মার্ট নাগরিক সেবা দেয়ার বন্দোবস্ত করেছে। এসব বিষয় নিয়ে কেউ হয়রানি হলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।