আজ || বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


গোপালপুরে অগ্নিকাণ্ডে অসহায় আকবরের বসতভিটা পুড়ে ছাই

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গাঙ্গাপাড়া গ্রামের মো. আকবর সাধুর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। রবিবার ভোর ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ভোরের দিকে ঘরের ভিতর আগুন দেখতে পায় আকবরের সহধর্মিণী। ঘর থেকে কোন কিছু বের করার আগেই সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও গোপালপুর ফায়ার সার্ভিসের টীম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক আকবর আলী জানান, নগদ ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ বাড়ির সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফলে আমি ও আমার পরিবার নিঃস্ব হয়ে গেছি।

গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বাড়ির মালিক ভোরে ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। তখন তার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে বসতবাড়ি পুড়ে যায়। পরে এলাকাবাসী ও আমাদের ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!