কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিককে বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে গোপালপুর প্রেসক্লাব। সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু।
ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসলাম হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমেনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেনসহ ক্লাবের কার্যকরী সদস্যগণ।
অনুষ্ঠানে ইউএনও মো. পারভেজ মল্লিককে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় ক্রেস্ট উপহার দেওয়া হয়।