কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর পৌর পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ মার্চ) সকালে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে গোপালপুর পৌরসভা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করের পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।
বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিটি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ, স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।