আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


ভূঞাপুরে মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের অভিভাবক সম্মেলন ও মেধাবী শিক্ষার্থীসহ গুণীজনদের সম্মাননা পুরস্কার (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার মাদারিয়া এলাকার ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মুফতি মাহাদী হাসান শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবলীগ নেতা শেখ সেলিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাদী চকদার, সহ-সম্পাদক কামরান পারভেজ ইভান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ, মুফতি ইবরাহীম খলিল, রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মাদরাসার উত্তরোত্তর সাফল্য কামনা ও শিক্ষার্থীদের অবিভাবকের বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। পরে অতিথিবৃন্দ, গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!