আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা ৩টায় উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ি ডাঃ মোঃ আতিকুল ইসলাম হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেধা যাচাইয়ের জন্য মোট ৩৫টি স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৯৫১ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বৃত্তি প্রধান করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক মো. আয়েজ উদ্দিন আজাদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. শিউলী বেগম।

স্বাগত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, অত্র ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, মীর মোশারফ হোসেন শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মীর মোশারফ হোসেন।

উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!