আজ || শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধা সেজে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে তিন জামায়াত কর্মী মুক্তিযোদ্ধা সেজে প্রকাশ্যে চাঁদাবাজি ও প্রতারণা করছেন বলে অভিযোগ তুলেছেন সকল মুক্তিযোদ্ধারা।

গতকাল মঙ্গলবার দুপুরে গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। এতে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধকালিন কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ছয়ানীপাড়া গ্রামের মিনহাজ উদ্দীন, বেড়াডাকুরি গ্রামের আলতাফ হোসেন এবং নলিন গ্রামের আব্দুস সাত্তার জামায়াত কর্মী। এ তিনজন জালজালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সেজে একটি ভূয়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করে চাঁদাবাজি করছে। চাঁদা না দেয়ায় প্রভাবশালীদের যোগসাজশে নানা স্থানে বানোয়াট দরখাস্ত দিয়ে প্রকৃত এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের হয়রানি করছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এ তিন প্রতারকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। পরে শতাধিক মুক্তিযোদ্ধা প্রতিকার চেয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীন জানান, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তবে অসহায় ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে তিনি বীর মুক্তিযোদ্ধা ট্রাস্ট নামের একটি সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি এ সংগঠনের গোপালপুর শাখার সভাপতি এবং আলতাফ হোসেন সম্পাদক। তবে এটির কোন সরকার স্বীকৃত সংগঠন নয়। মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!