কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার নিজ অর্থায়নে গতকাল শুক্রবার সকালে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের যমুনা নদীতীর সংলগ্ন সোনামুই এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, আলু ও চিড়া।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যাদূর্গত এলাকায় তিনি নিজস্ব অর্থায়নে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় আজ ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন। পর্যায়ক্রমে দুই উপজেলায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
ত্রাণসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান আলী, সোনামুই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ, নলিন বাজার বণিক সমিতির সভাপতি সমেশ খান, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া, যুবলীগ নেতা সেলিম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।