কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এ ধানের বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।