কে এম মিঠু, গোপালপুর :
“বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় ফল মেলা ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালপুর উপজেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা চত্বরে ‘জাতীয় ফল মেলা ২০২২’ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, শিক্ষা অফিসার মফিজুর রহমান প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রজাতির মৌসুমী ফলের প্রদর্শনী করা হয়।